Education
শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান ২য় বিভাগ।
Additional Requirements
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের নিজস্ব অর্থায়নে বর্ণিত সৃষ্ট পদে নিয়োগ করা হবে:
সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও, ঢাকা।
গ্রেড -১৮ ৮,৮০০- ২১,৩১০/-
Full Time
Dhaka
২। অন্যান্য যোগ্যতা : সর্বোচ্চ বয়স ৩৫ বছর। প্রভাষক ও সহকারী শিক্ষক পদে সমগ্র শিক্ষা জীবনে কমপক্ষে ০২ টি (দুইটি) স্তরে ১ম শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে এবং কোন স্তরে ৩য় শ্রেণি/বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না।
৩। অন্যান্য সুবিধাদি: অত্র প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়িভাড়া (৫০%-৬৫%), চিকিৎসা ভাতা এবং চাকুরি স্থায়ীকরণ সাপেক্ষে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। কলেজ শাখার ক্ষেত্রে নিয়োগের ছয় মাস পর বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া হবে।
৪। আবেদনের তারিখ: ০১ এপ্রিল ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত (অন-লাইনের মাধ্যমে)।
৫। আবেদনের নিয়মাবলি: প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সকল নিয়মাবলী অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সহ রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যানকপি নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনের ঠিকানা ওয়েবসাইট (www.casc.edu.bd A_ev https://cascjobs.apply.ac) এ আবেদন ফরম পাওয়া যাবে। আবেদন ফি অনলাইন চার্জ সহ প্রভাষক পদের জন্য ৭৫০/-টাকা, সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা) পদের জন্য ৬৫০/-টাকা, অফিস সহকারী (আইসিটি) পদের জন্য ৩৫০/-টাকা এবং ল্যাব সহকারী ও নিরাপত্তা কর্মী পদের জন্য ২০০/- টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে (বিকাশ চার্জ প্রযোজ্য)। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে।
৬। পরীক্ষা পদ্ধতি: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান/দাপ্তরিক দক্ষতা যাচাই এবং মৌখিক পরীক্ষার বিষয়ে এসএমএস করা হবে।
৭। প্রবেশপত্র: প্রবেশপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীকে যথাসময়ে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবংwww.casc.edu.bd A_ev https://cascjobs.apply.ac লিংকের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। Online আবেদনে আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া ও প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয়।
৮। শর্তাবলি: চাকুরীতে যোগদানের এক বছরের মধ্যে স্বেচ্ছায় চাকুরী হতে অব্যাহতি নেওয়া যাবে না। প্রার্থীদেরকে উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোন আবেদনপত্র বাতিল এবং নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
অধ্যক্ষ
Apply URL:
Civil Aviation School And College
Address:
Old Airport Road, Tejgaon, Dhaka.It
Monthly based
Dhaka District , Bangladesh
Dhaka District , Bangladesh